- বাংলাদেশ
- ফরিদপুরে জমি দখলের অভিযোগে মানববন্ধন
ফরিদপুরে জমি দখলের অভিযোগে মানববন্ধন

মল্লিকপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গ্রামবাসী অংশ নেন।
সরকারি স্কুল ও গ্রামের বাসিন্দাদের জমি দখলের অভিযোগে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। সদর উপজেলার মল্লিকপুর বাজারে আজ বুধবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী ফকিরসহ গ্রামের প্রবীণরা অভিযোগ করেন, মল্লিকপুরের মিজি ফকিরের ছেলে বেলায়েত ও পরিবারের সদস্যরা মাধবপুর স্কুলের পুকুর ও জমি দখল করে আছে।
অভিযোগ করে তারা আরও বলেন, এ ছাড়া গ্রামের কতিপয় বাসিন্দার জমিও দখল করে রেখেছে বেলায়েত পরিবার। টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে না দিচ্ছেন না। কিছু বলতে গেলে হামলা-মামলার শিকার হতে হয় বলে অভিযোগ মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীর।
মন্তব্য করুন