ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরা গ্রেপ্তার
ফারদিন নূর পরশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ২৩:৩২ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ২৩:৫৫
নিখোঁজের পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশের লাশ উদ্ধারের ঘটনায় ফারদিনের বাবার করা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করার কথা জানায় রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন রানা বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করেন। বুধবার দিবাগত রাত ৩টায় এ মামলা হয়। এরই মধ্যে বনশ্রী এলাকা থেকে বুশরাকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। তাঁকে থানায় নেওয়া হচ্ছে।’
গত সোমবার নারায়ণগঞ্জ পুলিশ ফারদিন নূরের লাশ উদ্ধার করে। ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন রানা একজন সাংবাদিক। তিনি দ্য রিভারাইন নামে ব্যবসাবিষয়ক একটি নিউজ পোর্টালের সম্পাদক। মা সাহারা খাতুন গৃহিণী। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায়।
শুক্রবার রাত থেকে ফারদিন নূরের খোঁজ মিলছিল না। সেদিন রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা কাজী নূর উদ্দিন।
ফারদিনের মা ফারহানা ইয়াসমিন জানান, ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়েছিল ফারদিন। পরীক্ষা শেষে বাসায় ফিরবে বলে জানিয়েছিল। এর পর শুক্রবার রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় আর যোগাযোগ হয়নি।
- বিষয় :
- বুয়েট
- ফারদিন নূর পরশ