প্রায় দুইমাস পর এক দিনে বন্দর নগরী চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন করে কেউ আক্রান্ত হননি; একই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যুও ঘটেনি।

চট্টগ্রামের সাতটি ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষা করলেও কারও শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়নি।

শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর করোনা রোগীশূন্য দিন মিলেছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, প্রায় দুইমাস পর চট্টগ্রামবাসী করোনা আক্রান্ত রোগী শূন্য একটি দিন দেখল। এ দিন সরকারি ও বেসরকারি সাতটি ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে নতুন করে ভাইরাস শনাক্ত হয়নি। একইদিন করোনায় আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যুও হয়নি। এটি অবশ্যই সবার জন্য স্বস্তির সংবাদ। তারপরেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন বাসিন্দা। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগীর মৃত্যু দেখে চট্টগ্রামবাসী।