- বাংলাদেশ
- নতুনরূপে যাত্রা শুরু এল আমোরর
নতুনরূপে যাত্রা শুরু এল আমোরর

নতুনভাবে যাত্রা শুরু করলো দেশীয় ই-কমার্স সাইট এল আমোর। নতুন যাত্রার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এ সময় এল আমোরর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক রাকিবুল আজম বলেন, 'যে কোন উদ্যোগের শুরু থেকেই কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেয়া উচিত। আধুনিক জীবনে একজন মানুষের ফ্যাশন স্টেটমেন্ট তার সাফল্যের বার্তাও তুলে ধরে। 'স্টাইলের সাথে স্কিলের মিলন'- এই বিশ্বাসকেই সামনে রেখে নতুনভাবে যাত্রা শুরু করলো এল আমোর। আমি আশাবাদী এল আমোরর নতুন যাত্রায় ফ্যাশন প্রিয়রা আমাদের সাথেই থাকবেন।'
২০১৪ সালে ফেসবুক কমার্স হিসেবে যাত্রা শুরু করার পর ২০২০ সালে পূর্ণ ই-কমার্স সাইট হিসেবে আত্মপ্রকাশ করে এল আমোর। এল আমোর এ বিশ্বখ্যাত ব্র্যান্ড এবং দেশীয় সেরা ব্র্যান্ডগুলোর পণ্য পাওয়া যাবে। এল আমোরর বিদেশি ব্র্যান্ডের তালিকায় রয়েছে জিপ্পো, এক্স হেভেন, ক্রিস্টিয়ান ডিওর, জ্যা পল গল্টিয়ার, পাকো রাবান্নে, ক্রিড, রালফ লরেন, ভার্সাসি, ক্যারোলিনা হেরেরাসহ প্রায় ১৫০টি ব্র্যান্ড।
আর দেশীয় ব্রান্ডের মধ্যে রয়েছে রিগালস, হ্যাজেল, ক্রাফ্টসম্যান, পোস্টার আর্ট, বার্নিং স্টার, এসটিলো, এসএসবি লেদার, ডি-স্টাইল ফ্যাক্টরিসহ আরও অনেক ব্র্যান্ড। আর এসব দেশী-বিদেশি ব্রান্ডের পণ্য তালিকায় রয়েছে পারফিউম, ব্যাগ, জুতো, বেল্ট, ওয়ালেট, জুয়েলারি, কসমেটিপ, ফ্যাশন এপেসরিজ, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি।
এল আমোর.কম.বিডি বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট যা শুধু বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ও দেশীয় ইউনিক ব্র্যান্ড নিয়ে কাজ করে।
মন্তব্য করুন