- বাংলাদেশ
- মেজর মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
মেজর মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফাইল ছবি
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান মেজর (অব) এম. এ মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি করে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সোমবার দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ওই তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে মামলাটির অনুমোদন দিয়েছে কমিশন। শিগগির রুজু করা হবে।
দুদক সচিব জানান, মেজর (অব) এম এ মান্নান ও তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাগণ পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলামের নামে ১১ কোটি টাকার ঋন নেওয়া হয়েছিল। এই ঋন দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা জামানত ও প্রয়োজনীয় জামানত নেওয়া হয়নি। ওই ঋন বর্তমানে সুদ-আসলে ২৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার ১২৩ টাকা হয়েছে। দীর্ঘদিনে পরিশোধ না করায় দুদক আইন অনুযায়ি এই টাকা আত্মসাতের পর্যায়ে পড়ে। এই টাকা স্থানান্তর, রূপান্তর করে মানিলন্ডারিং মানিলন্ডারিং অপরাধ সংগঠিত হয়েছে।
মন্তব্য করুন