- বাংলাদেশ
- সাত কলেজে পূর্বের আসনে ভর্তি দাবি
সাত কলেজে পূর্বের আসনে ভর্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে পূর্বের বর্ধিত আসনে ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন সাত কলেজের মেধাতালিকায় উত্তীর্ণ ২০২১-২২ শিক্ষাবর্ষের অপেক্ষমাণ শিক্ষার্থীবৃন্দ।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে তারা বলেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০ টি থেকে কমিয়ে ২১ হাজার ৫১৩ টি করা হয়েছে। এতে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তারা দাবি জানান, কমানো চার হাজার আসন ফিরিয়ে তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হোক।
তারা আরও দাবি জানান, মেধাক্রমে এগিয়ে থাকায় যারা সাত কলেজে ভর্তি হয়নি। ওই সকল ফাঁকা আসনগুলোতে তারা ভর্তি হতে আগ্রহী। শূন্য আসনগুলোর জন্য ধারাবাহিকভাবে মেধাতালিকা প্রকাশ করার মাধ্যমে তাঁদের ভর্তি নেয়া হোক এবং তাঁদের উপর ন্যায়বিচার করা হোক।
তারা অভিযোগ করেন, তারা দাবি নিয়ে সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে স্মারকলিপি দিতে গিয়েছেন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে অফিসের কর্মচারীরা।
তারা বলেন, আসন সংখ্যা কমানোর ফলে উচ্চ শিক্ষাকে সংকুচিত করা হয়েছে। এরফলে শিক্ষার বাণিজ্যিকরণ বাড়ানো হচ্ছে। তাঁদের দাবি পূরণে ১৬ নভেম্বর সাত কলেজের সকল অধ্যক্ষের সঙ্গে দেখা করে অনুরোধ জানাবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাফরান, নাসিমা সরদার, মুসকান ইসলাম, রামিশা ইসলাম, মোহাম্মদ শাহিন, আব্দুল আহাদসহ অনেকে।
মন্তব্য করুন