১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের অগ্রণী ব্যাংক করপোরেট বাণিজ্যিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাসসহ তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ সোমবার হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে এ নির্দেশ দেন।

উদয় কুমার বিশ্বাস ছাড়া বাকি দু'জন হলেন প্রিন্সিপাল অফিসার মো. শাহজাদুল আলম ও প্রিন্সিপাল অফিসার ইয়াসিন ফারুকী। আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী একে এম ফজলুল হক।

চট্টগ্রামের শিল্প গ্রুপ মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামশুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ মে মামলা করে দুদক। বিদেশ থেকে পণ্য আমদানি করে ছাড় করানোর প্রক্রিয়ায় ট্রাস্ট রিসিটের মাধ্যমে ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

এ মামলায় ৫ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন নেন উল্লেখিত তিন ব্যাংক কর্মকর্তা। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করে দুদক। আজ ওই আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।