- বাংলাদেশ
- সরকারি অফিসে ৭ ঘণ্টাই থাকছে কর্মঘণ্টা
সরকারি অফিসে ৭ ঘণ্টাই থাকছে কর্মঘণ্টা

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময়সূচিতে আবারও পরিবর্তন এলো। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার থেকে তা কার্যকর হচ্ছে।
সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস গত ২৮ আগস্ট থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু ছিল। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি অফিস চলেছে। জ্বালানি সংকটের কারণে অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে এ পরিবর্তনের ফলে কী উপকার হয়েছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।
মন্তব্য করুন