- বাংলাদেশ
- বুড়িগঙ্গায় দুরন্ত বিপ্লবের লাশ: ফোনের কললিস্ট যাচাই করছে পুলিশ
বুড়িগঙ্গায় দুরন্ত বিপ্লবের লাশ: ফোনের কললিস্ট যাচাই করছে পুলিশ

সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব- আগের ছবি
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের লাশ পাওয়ার ঘটনায় তাঁর মোবাইল ফোনের কললিস্ট যাচাই করছেন তদন্ত সংশ্নিষ্টরা। তিনি কার সঙ্গে কথা বলেছেন, সন্দেহজনক কেউ আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও দুরন্ত বিপ্লবের মৃত্যুরহস্য এখনও উদ্ঘাটন হয়নি। পুলিশ বলছে, হত্যা মামলা হয়েছে। সূত্রহীন (ক্লুলেস) এ ঘটনার রহস্য উদ্ঘাটনে তাঁরা সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, 'দুরন্ত বিপ্লবের মোবাইল ফোনের কললিস্ট তোলা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তাধীন বিষয়ে এর বেশি কিছু বলা যাবে না।'
৭ নভেম্বর নিখোঁজ হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব। ১২ নভেম্বর নৌপুলিশ বুড়িগঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করে। আগেই তাঁর সন্ধান চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেছিল পরিবার।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায়বিষয়ক সদস্য বিপ্লব দক্ষিণ কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় থাকতেন এবং বন্ধুদের সঙ্গে কৃষি খামার পরিচালনা করতেন। ঘটনার দিন বিকেলে খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। লাশ উদ্ধারের পর তাঁর বোন শাশ্বতী বিপ্লব গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
শাশ্বতী বিপ্লব বলেন, 'আমি ভাই হত্যার বিচার চাই। খুনিদের দেখতে চাই। কেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানতে চাই।' তদন্তের জন্য মামলাটি পিবিআইতে নেওয়ার চেষ্টা করছেন শাশ্বতী। জড়িতদের ধরার বিষয়ে এরই মধ্যে র্যাবের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন