শিশুতোষ চলচ্চিত্র 'আম কাঁঠালের ছুটি' ইন্দোনেশিয়ার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশটির রাজধানী জাকার্তায় হবে 'জগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল' শীর্ষক এ চলচ্চিত্র উৎসব। এশিয়ান জীবনধারাকে প্রতিনিধিত্ব করা চলচ্চিত্র হিসেবে 'এশিয়ান পারস্পেকটিভ বিভাগে' আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে 'আম কাঁঠালের ছুটি'।
পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ডালিম তাঁর প্রথম সিনেমাটি তৈরি করেছেন লেখক শরীফ উদ্দিন সবুজের 'মইন্না ভাই বল্লা রাশি' বইকে ভিত্তি করে। পরিচালক বলেন, 'মেয়েকে আমার ছোটবেলা দেখানোর পরিকল্পনা থেকে বলা যায় ছবিটি তৈরির মূল উৎসাহ। ছবিটি দেখে নাগরিক শিশুরা আমাদের গ্রামের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে।'
এমন শিশুদের বেশিরভাগ সময় চার দেয়ালের ভেতরে কাটে জানিয়ে নুরুজ্জামান বলেন, শিশুদের বাড়িটা চার দেয়ালের ভেতরে, স্কুল চার দেয়ালে, ব্যায়াম করার জায়গা চার দেয়ালে, রেস্টুরেন্ট চার দেয়ালে। বলতে গেলে চার দেয়ালের ভেতরেই তাদের শৈশব কেটে যায়। এর বাইরে বের হয়ে শহরের শিশু শুভ কীভাবে গ্রামের অন্য একটি জগৎ আবিস্কার করে, মজা করে সময় কাটায়- সেই ভিন্ন জগৎটির সঙ্গে পরিচিত হবে শিশুরা এ ছবি দেখে।
লেখক শরীফ উদ্দিন সবুজ বলেন, 'এ বইয়ের গল্পের সময় নব্বইয়ের দশক। আর পটভূমি মূলত নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশের এলাকা। তখনও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্রাম বলতে যা বোঝায় তা ছিল। শহরের শিশু শুভ স্কুলের ছুটি কাটাতে গ্রামে গিয়ে যেসব ঘটনার মুখোমুখি হয়, তা-ই গল্পের বিষয়। গল্পগুলো সবই সত্য ঘটনা অবলম্বনে।'
২৭ নভেম্বর ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে। এ ছাড়া ২৯ নভেম্বর রাত ৮টায় আরেকটি প্রদর্শনী হবে। এতে দিতে ২৫ নভেম্বর রাতে দেশ ছাড়বেন পরিচালক।

বিষয় : ছুটি সিনেমা শিশুতোষ চলচ্চিত্র

মন্তব্য করুন