- বাংলাদেশ
- আর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে একদিনের সরকারি ছুটি ঘোষণা
আর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে একদিনের সরকারি ছুটি ঘোষণা

কাতারে সৌদি ভক্তদের উল্লাস। ছবি: আলজাজিরা
‘আরব্য রজনী’ মানে নানান ‘অলৈকিক’ গল্পের সমাহার। ওই গল্পের মধ্যেও ফুটবলের বিশ্ব মঞ্চে আর্জেন্টিনাকে হারানোর ‘দুঃসাহস’ কোন গল্পকার দেখাতে পারেনি। আরব্য রজনীকে হার মানিয়েছে সৌদি আরবের ফুটবলাররা। রূপকথার গল্প লিখেছে তারা।
মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব ২-১ গোলের জয় পেয়েছে। ওই জয়ে আরব দেশে চলছে উৎসব। ওই উৎসব যাতে আরও রঙিন হয় সেজন্য দেশটিতে ২৩ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।
এই ছুটি ভোগ করতে পারবেন দেশটির সরকারি, বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বিশ্বকাপে ম্যাচ জয়ের পর এটাই সরকারি ছুটি ঘোষণার প্রথম ঘটনা।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার এই হারকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম ‘অঘটন’ মনে করা হচ্ছে। এর আগে আর্জেন্টিনা ১৯৯০ আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরেছিল। এই অঘটন বিশ্বকাপে পূর্বে অবশ্য আরও ঘটেছে। রাশিয়া বিশ্বকাপে যেমন দক্ষিণ কোরিয়া চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিদায় করেছিল। ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় নিয়েছিল চিলির কাছে হেরে।
মন্তব্য করুন