বিজ্ঞান ও যুক্তি দিয়ে জীবনের পাপড়িগুলোকে নতুন করে সাজানোর প্রত্যয়ে কথার লড়াইয়ে নামে ক্ষুদে তর্কযোদ্ধারা। যৌক্তিক বাক্যবানে প্রতিপক্ষকে ঘায়েল এবং ক্ষুরধারা পাল্টা যুক্তিতে তা খণ্ডনের মাধ্যমে প্রতিযোগিতা রূপ নেয় প্রাণবন্ত উৎসবে। বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর 'বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২'-এর বিভাগীয় পর্যায়ের খুলনা, সিলেট ও ময়মনসিংহ মঞ্চে। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় উৎসবের পাওয়ার্ড বাই হিসেবে আছে পূবালী ব্যাংক লিমিটেড।

খুলনা :খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন খুলনা জিলা স্কুল এবং রানার্সআপ হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। বিভাগীয় সেরা বিতার্কিকের মুকুট অর্জন করেছে বিজয়ী দলের নাফিজ ফুয়াদ রাজা। এতে আরও অংশ নেয় যশোর জিলা স্কুল, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিচারকের দায়িত্ব পালন করেন, অধ্যাপক শেখ শফিউল আজম বাবু, সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, ব্যাংক কর্মকর্তা সারওয়ারে আখতার ও সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম।
সিলেট:নগরীর জিন্দাবাজারে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন কুমিল্লা জিলা স্কুল এবং রানার্সআপ হয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিভাগীয় সেরা বিতার্কিকের মুকুট অর্জন করেছে বিজয়ী দলের সৌম্য ভৌমিক। এতে আরও অংশ নেয় মৌলভীবাজারের দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জের প্রাণ আরএফএল পাবলিক স্কুল।
সমকাল সিলেট ব্যুরো ইনচার্জ মুকিত রহমানীর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিÿা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক কবির খান, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক মমতাজ বেগম, সমকাল সুহৃদ মাসুদুর রহমান মাসুদ, কুমিলস্না জিলা স্টু্কলের সহকারী শিÿক মিজানুর রহমান প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন মোকাদ্দেস বাবুল, সায়মা মেহজাবিন চৌধুরী ও মুহতাসিম পারভীন।
ময়মনসিংহ :নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ জিলা স্কুল এবং রানার্সআপ হয়েছে নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। বিভাগীয় সেরা বিতার্কিকের মুকুট অর্জন করেছে রানার্সআপ দলের মাহ্‌দিয়ে খান ফাতিন। এর আগে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর নিয়ে এ অঞ্চলের বিতর্ক উৎসব উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন ও মাইজবাড়ী আবদুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জহিরুল ইসলাম।
সমাপনি অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ড. হাফিজুর রহমান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন কালাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, গার্হস্থ্য অর্থনীতি কলেজের পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন, আসলাম মিয়া, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান অনিক, মাহমুদুল রাফিক ও তানজিল আহমেদ তালুকদার।
সমকালের ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে উৎসব আয়োজনে ময়মনসিংহ সুহৃদ সমাবেশের বিভিন্ন ইউনিটের সুহৃদরা সহযোগিতা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ফকির, ফয়সাল খান, পারভেজ মিয়া, মাহমাদুল হাসান বিদ্যুৎ, জহিরুল ইসলাম প্রমুখ।
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ে তুলতে ২০১৩ সালে শুরু হয় এ বিতর্ক প্রতিযোগীতা। এবার অনুষ্ঠিত হচ্ছে নবম আসর।