- বাংলাদেশ
- নভেম্বরের ২৪ দিনে ডেঙ্গুতে ১০০ মৃত্যু
নভেম্বরের ২৪ দিনে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনেই ১০০ জনের মৃত্যু হলো। এক মাসে ডেঙ্গুতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু। এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৯০০।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত কিছুটা কমেছে। এ দিনে ডেঙ্গু নিয়ে ৫১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২-তে। চলতি বছর সব মিলিয়ে ৫৪ হাজার ৯২৪ রোগী সারাদেশে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ হাজার ১৪৬ জন রাজধানী ঢাকায় এবং ১৯ হাজার ৭৭৮ জন ঢাকার বাইরের। রোগীর হিসাবে অক্টোবরে সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই মাসে মারা যান ৮৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ২৫৮ জন এবং ঢাকার বাইরের ২৬১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৪২ ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে রয়েছেন ৮৮০ জন। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৬৬১ জন।
মন্তব্য করুন