ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চার দশমিক ২৩ একর ভূমিকে 'পতিত' হিসেবে পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়াকে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভূমিটি আগের রেকর্ড ফিরিয়ে আনা এবং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জনস্বার্থে করা এক রিটের চূড়ান্ত রুল শুনানি শেষে বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

আদালতে বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী ও এস হাসানুল বান্না। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে ছিলেন মো. বাকির উদ্দিন ভূঁইয়া।

গত বছর হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হলে সংশ্লিষ্টদের প্রতি একই বছরের ২১ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার রুলটির যথাযথ রায় ঘোষণা করা হয়।