পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করছেন আদালত। পিডিবিএফের সুফলভোগী সদস্যদের অর্থ বোর্ডের সিদ্ধান্ত ছাড়া লিজিং কোম্পানিতে বিনিয়োগ করে কমিশন গ্রহণ, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে পিডিবিএফ'র সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার সমন জারি করেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।

সমনপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন- মদন মোহন সাহা (চাকরিচ্যুত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক), শিপ্রা চক্রবর্তী (সাবেক যুগ্ম পরিচালক), শহীদ হোসেন সেলিম (যুগ্ম পরিচালক, আইটি ও প্রশাসন), শহীদুল হক খান (ভারপ্রাপ্ত পরিচালক, মাঠ পরিচালন) ও ছবি রানী রায় (সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা)।

এর আগে অনৈতিকভাবে অর্থ উপার্জন, অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীতে বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকরে সিএমএম আদালতে মামলা করা হয়। আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। তদন্ত শেষে ঢাকা রূপনগর থানা পুলিশ তাদের বিরুদ্ধে প্রতিবেদনসহ চার্জশিট দাখিল করে।