জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের এক নেতার ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন সদ্য ঘোষিত কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহিন। তিনি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে গেলে শাহিনের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁর চোখ ও ঠোঁটে জখম হয়। হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগ কর্মী গণিত বিভাগের শিক্ষার্থী মাহিমুর রহমান বিজয়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী। আহত শাহিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শাহিন বলেন, মাস্টার্সের পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বিজয়সহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী আমাকে ঘিরে ধরেন। তাঁরা আমাকে ছাত্রদল করি কিনা জিজ্ঞেস করেই মারধর শুরু করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করেন। এর আগে গত ১৬ নভেম্বর একই কায়দায় শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মুবাইদুর রহমানের ওপর হামলা চালান বিজয়সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, 'আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ঢুকি নাই। এর আগেই ছাত্রলীগ আমাদের নেতাকর্মীকে খুঁজে খুঁজে হামলা চালাচ্ছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে শিগগিরই এসবের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।' তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমরা সারাদিন ক্যাম্পাসেই ছিলাম। এ রকম কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, কারও ওপর হামলা হয়েছে বলে শুনিনি। কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।