- বাংলাদেশ
- র্যানসমওয়্যার হুমকি বাড়ছে
র্যানসমওয়্যার হুমকি বাড়ছে

হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায়ে র্যানসমওয়্যার হামলা বাড়ছে। এ ধরনের হামলার মাধ্যমে কম্পিউটার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর ওই ডিভাইসে সংরক্ষিত ডাটা ফেরত দিতে অর্থ দাবি করা হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস গত বৃহস্পতিবার তাদের চলতি বছরের 'থ্রেট রিপোর্ট' প্রকাশ করেছে। এ রিপোর্টে বলা হয়েছে, সাইবার হুমকি কীভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে। প্রতিবেদনে র্যানসমওয়্যার হামলার মাধ্যমে চাঁদাবাজির নতুন কৌশল বিষয়ে জানানো হয়। প্রতিবেদন মতে, 'র্যানসমওয়্যার অ্যাস-এ-সার্ভিস' হিসেবে অর্থনীতিতে আবির্ভূত হয়েছে। এখন ২০২২ সালে এসে এই 'পরিষেবা হিসেবে' মডেলটি প্রসারিত হয়েছে এবং ক্রমেই বাড়ছে।
বর্তমানে সাইবার অপরাধ বিক্রেতারা কেবল তাদের পরিষেবার বিজ্ঞাপনই দিচ্ছে না বরং স্বতন্ত্র দক্ষতাসম্পন্ন আক্রমণকারীদের চাকরিতে নিয়োগের অফারও করছে। সাইবার ক্রাইম অবকাঠামো যেমন বিস্তৃত হয়েছে, তেমনি করে র্যানসমওয়্যারও হ্যাকারদের কাছে লাভজনক হয়ে উঠেছে। গত এক বছরে র্যানসমওয়্যার হামলাকারীরা উইন্ডোজ ছাড়া অন্য প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে তাদের সম্ভাব্য আক্রমণ বাড়াতে কাজ করছে। এমনকি এসব ক্ষেত্রে তাদের যেন শনাক্ত করা না যায় সে জন্য রাস্ট এবং গো-এর মতো নতুন ভাষাগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করেছে।
মন্তব্য করুন