রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম জানান, এ বছর ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষায় অংশ নেন।এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন।  ছাত্রীদের পাসের হার ৮৬.১৭ এবং  ছাত্রদের পাসের হার ৮৫.৬২। 

জিপিএ ৫ পেয়েছে ২৩ হাজার ৩৭৫ জন ছাত্রী এবং ১৯ হাজার ১৪২ জন ছাত্র। পাশের হার ও জিপিএ ৫ দুদিক থেকেই এগিয়ে রয়েছে ছাত্রীরা।