প্রতি বছরের মতো এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে এক হাজার ৬৭৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং পাস করে এক হাজার ৬৭৬ জন। পাসের হার ৯৯.৮২ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৫০ শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৭৪.৫৮ শতাংশ।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৪০০ শিক্ষার্থী এবং পাস করে এক হাজার ৩৯৮ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পায় এক হাজার ২০৩ জন। জিপিএ-৫ অর্জনের হার ৮৬.০৫ শতাংশ। 

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ২৭৯ জন এবং পাস করে ২৭৮ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.৬৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে  জিপিএ-৫ পায় ৪৭ জন।

মাইলস্টোন কলেজ শুরু থেকেই এসএসসি, এইচএসসিসহ প্রতিটি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ‘প্রত্যাশামতো ভালো ফলাফল করার ক্ষেত্রের আসল নিয়ামক আমাদের শিক্ষার্থীরা, যারা সারাবছর শ্রেণিশিক্ষার ব্যাপারে সচেতন ও পরিশ্রমী। এখানে শিক্ষক শিক্ষিকারা যেমন পাঠদানে আন্তরিক, তেমনি অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ এবং সহায়তামূলক।’

মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাইলস্টোন কলেজের ভালো ফলাফল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সর্বাত্মক প্রচেষ্টার ফসল। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি আগামীতে আরও ভালো ফলাফল লাভ করবে শিক্ষার্থীরা।’