- বাংলাদেশ
- এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১৩৬৩ জনে ১০৮৩ জিপিএ-৫
এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১৩৬৩ জনে ১০৮৩ জিপিএ-৫

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি ফলপ্রাপ্তদের একাংশ। ছবি: সমকাল
এবার এসএসসিতে ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১০৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৯৩৯, এবার নিজেদেরই ছাড়িয়ে গেল প্রতিষ্ঠানটি।
অধ্যক্ষ মো. মাহবুুবুর রহমান মোল্লা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘করোনার ভয়ংকর বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের পার হতে হয়েছে। জীবনের ঝুঁকির মধ্যেও আমরা প্রতিষ্ঠানের পড়াশোনার ধারা অব্যাহত রেখেছি। কিছুতেই পরীক্ষার্থীদের ঝিমিয়ে পড়তে দেইনি। তারই ফল আজকের এ অর্জন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’
মো. মাহবুুবুর রহমান মোল্লা বলেন, ‘২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছে, ২০১২ সালে হয়েছে দ্বিতীয়। ২০০৭ সালে শতকরা পাশের ভিত্তিতে এইচএসসিতে ঢাকা বোর্ডে এ প্রতিষ্ঠান প্রথম হয়। কেবল শ্রেণিকক্ষের লেখাপড়া নিয়েই এ প্রতিষ্ঠান সীমাবদ্ধ নয়, একটা বিস্তৃত সাংস্কৃতিক পরিমণ্ডলও রয়েছে। দেশের নামকরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এ প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা অধ্যয়নরত আছে। এখান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অনেকেই চিকিৎসক, প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ঢাবি ও জবিসহ অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেউ কেউ দেশের বাইরেও পিএইচডি গবেষণা করছেন।’
উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু বলেন, ‘শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই ছেলে-মেয়েরা এসএসসি পরীক্ষায় আশাব্যাঞ্জক ফল করেছে।’
বিজ্ঞান শাখার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নাঈমা ইসলাম কথিকা বলে, ‘ফলাফলে আমি খুবই সন্তুষ্ট এবং আমার ভালো রেজাল্টের জন্য আমি শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ।’
মন্তব্য করুন