- বাংলাদেশ
- ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ
ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ

প্রতীকী ছবি
নাটোরের নলডাঙ্গায় ড্রামের ভেতর থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সেনভাগ মফাপাড়া তেলকুপি সড়কের পশ্চিম পাশে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল জানান, ব্রিজের কাছে সেনভাগ-তেলকুপি সড়কের পশ্চিম পাশে ফেলে যাওয়া একটি টিনের ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- অন্য কোথাও তাঁকে হত্যা করে ড্রামের ভেতর ভরে এখানে ফেলে গেছে। রাজশাহী বিভাগীয় সিআইডির ফরেনসিক ল্যাবের সদস্যরা মরদেহ বের করেন। পরে মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্য করুন