- বাংলাদেশ
- আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আনিসুল হক- ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ৩০ নভেম্বর তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা যান। এর আগে মস্তিস্কে রক্তক্ষণরজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
আনিসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে ডিএনসিসির পক্ষ থেকে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিকেলে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করেছে গুলশান সোসাইটি।
২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসির মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন জনপ্রিয় উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আনিসুল হক। এরপরই তিনি নগরীর উন্নয়নে নাগরিকবান্ধব বিভিন্ন ভূমিকা রাখতে শুরু করেন। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনে ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে।
মন্তব্য করুন