- বাংলাদেশ
- ইসলামী ব্যাংকের ঋণের বিষয়ে রিটের পরামর্শ হাইকোর্টের
ইসলামী ব্যাংকের ঋণের বিষয়ে রিটের পরামর্শ হাইকোর্টের

ভুয়া ঠিকানা ও নথিপত্রে কাগুজে কোম্পানির নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া এবং একই ব্যাংক থেকে এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে রিট মামলার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এ বিষয়ে পৃথক তিনটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রিট আবেদনের পরামর্শ দেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত রিট করা হতে পারে বলে জানিয়েছেন ওই আইনজীবী।
এ দিন বিষয়টি আদালতের নজরে এনে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, 'প্রতিবেদনগুলো সংযুক্ত করে রিট আবেদন আকারে কোর্টে আসুন।'এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
গত ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ইসলামী ব্যাংকে 'ভয়ংকর নভেম্বর' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। অপর ইংরেজি দৈনিকে এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়টি গতকাল প্রকাশিত হয়।
মন্তব্য করুন