- বাংলাদেশ
- বেবিচকের চার ভবন নির্মাণে দুর্নীতির শঙ্কা
বেবিচকের চার ভবন নির্মাণে দুর্নীতির শঙ্কা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সম্প্রতি ঢাকায় চারটি ভবন নির্মাণের দরপত্র আহ্বান করেছে। তবে কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হতে পারে বলে একাধিক ঠিকাদার আশঙ্কা করছেন। দরপ্রক্রিয়াটি অনলাইনে এক ধাপ দুই খাম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
বেবিচক সূত্রে জানা গেছে, চারটি ভবনের জন্য চার ভাগে ডাকা টেন্ডারে মোট সাতটি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে কোনো কোনো কোম্পানি একাধিক টেন্ডারে অংশ নিয়েছে।কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, মূল্যায়ন কমিটির কেউ কেউ পছন্দের কোম্পানিকে কাজ দিতে প্রথম ধাপের কারিগরি মূল্যায়নেই অধিকাংশ কোম্পানিকে অযোগ্য ঘোষণা করতে পারে। এতে শুধু পছন্দের কোম্পানির আর্থিক প্রস্তাব খোলার সুযোগ সৃষ্টি হবে। ফলে অনভিজ্ঞ ও অযোগ্য প্রতিষ্ঠান কাজ পেতে পারে।
দরপত্র যাচাইয়ে দুই সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করেছে বেবিচক। এর প্রধান হলেন বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুদ্দিন চৌধুরী এবং সদস্য সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন। এ বিষয়ে জানতে তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা সাড়া দেননি।
সূত্র জানায়, চারটি ভবনের মধ্যে ছয় তলা পর্যন্ত দুটি আবাসিক ভবন নির্মিত হবে তেজগাঁওয়ে। ওয়ার্কশপ, ওয়ারহাউজসহ একটি অফিস কমপ্লেক্স হবে ঢাকার কুর্মিটোলায়। কুর্মিটোলায় আরেকটি ছয় তলা অফিস ভবন নির্মাণের দরপত্র ডাকা হয়েছে। অক্টোবর মাসে টেন্ডার চারটি ডাকা হয়। দরপ্রস্তাব জমা নেওয়া হয় নভেম্বরে।
মন্তব্য করুন