- বাংলাদেশ
- 'গায়েবি' মামলায় গ্রেপ্তার-বল প্রয়োগ বেড়েছে
এমএসএফের পর্যবেক্ষণ
'গায়েবি' মামলায় গ্রেপ্তার-বল প্রয়োগ বেড়েছে

সারাদেশে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে 'কাল্পনিক' অভিযোগে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বল প্রয়োগের ঘটনা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পুলিশ হেফাজতে মৃত্যু, নির্যাতন ও হয়রানি।
বুধবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেসিডেন্ট আইনজীবী সুলতানা কামাল স্বাক্ষরিত নভেম্বরের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা কথিত বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা বন্ধ হয়নি। বেড়ে চলেছে সংখ্যালঘু নির্যাতন। নভেম্বরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।নভেম্বরে বিএনপি বরিশাল, ফরিদপুর ও সিলেটে বিভাগীয় গণসমাবেশ করেছে। এসব সমাবেশে জমায়েত ঠেকাতে পুলিশ ও আওয়ামী লীগ নানা কর্মকাণ্ড পরিচালনা করেছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, শুধু নভেম্বরে গণসমাবেশ ঘিরে ৪০টির বেশি কথিত গায়েবি মামলা এবং আসামি করা হয়েছে ১০ হাজারের বেশি।
এমএসএফ বলছে, এ সময় ৫৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। নভেম্বরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতাসহ রাজনৈতিক সহিংসতায় মোট সাতজন নিহত হয়েছেন। সহিংসতার শিকার হয়েছেন ৫২৭ জন, যাদের মধ্যে গুলিবিদ্ধ ১০ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। কিন্তু হামলা ঠেকাতে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।
প্রতিবেদনে আরও বলা হয়, ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতায় হত্যার মতো ঘটনার বেড়ে চলেছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিক, স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের অধিকার রুদ্ধের পথ অব্যাহত রয়েছে। সীমান্তে হতাহতের ঘটনাও বন্ধ হয়নি। এসব ঘটনা রোধে সরকারের নিষ্ফ্ক্রিয়তার নিন্দা জানায় এমএসএফ।
মন্তব্য করুন