- বাংলাদেশ
- মুর্শেদীর দখলে থাকা বাড়ির প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
মুর্শেদীর দখলে থাকা বাড়ির প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। ফাইল ছবি
খুলনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর দখলে থাকা রাজধানীর গুলশানের পরিত্যক্ত বাড়ির মূল নথিপত্র ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৬ জানুয়ারির মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ওই বাড়ি নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের অনুলিপি দুদককে দিতেও বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিচারাধীন ওই মামলার বিষয়বস্তুকে প্রভাবিত করে, এমন কিছু না লিখতে গণমাধ্যমের প্রতি নির্দেশ দেন আদালত। পরবর্তী শুনানির জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি দখলের অভিযোগ রয়েছে ব্যবসায়ী আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে।
গত ২৭ নভেম্বর গুলশানের পরিত্যক্ত বাড়ি দখলের বিষয়ে শুনানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।
মন্তব্য করুন