- বাংলাদেশ
- বিমান বাহিনীতে চালু হলো রাবারাইজড আইটেম উৎপাদনের প্ল্যান্ট
বিমান বাহিনীতে চালু হলো রাবারাইজড আইটেম উৎপাদনের প্ল্যান্ট

ছবি- আইএসপিআর
বাংলাদেশ বিমান বাহিনীর ২১৪ মেইন্টেন্যান্স, রিপেয়ারিং ও ওভারহলিং ইউনিটে মঙ্গলবার রাবারাইজড আইটেম উৎপাদন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যান্টের উদ্বোধন করেন।
নতুন এই প্ল্যান্ট বিমানের রক্ষণাবেক্ষণ ও ওভারহলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই প্ল্যান্ট বিমান বাহিনীর প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এর ফলে নিয়ন্ত্রিত পরিবেশে এফ-৭ সিরিজ বিমান, কে-৮ ডব্লিউ বিমান, পিটি-৬ বিমান এবং অন্যান্য সুক্ষষ্ট যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্ট বিমান বাহিনীর টেকনিশিয়ানরা উৎপাদন করতে পারবেন।
বাহিনীর অন্য সকল বিমান ও মুখ্য যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্টগুলোও এই ইউনিট থেকে উৎপাদন করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর
মন্তব্য করুন