- বাংলাদেশ
- ব্যবসায়ী আবুকে গ্রেপ্তারের নির্দেশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যবসায়ী আবুকে গ্রেপ্তারের নির্দেশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
দুইশ কোটির বেশি টাকা পাচারের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গ্রেপ্তার করে তাঁকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ২০৪ কোটি টাকা পাচারের অভিযোগে ব্যবসায়ী আবু আহাম্মদসহ ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ মার্চ কোতোয়ালি থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।
এজাহারে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিএফআইইউ থেকে প্রাপ্ত ব্যাংক হিসাব বিবরণী, কাগজপত্র পর্যালোচনা, লেনদেনের ধরন এবং আসামির স্থাবর-অস্থাবর সম্পদ পর্যালোচনায় প্রমাণ হয়, আসামিরা একে-অপরের যোগসাজশে কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছরে স্বর্ণ চোরাচালান, চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে ২০৪ কোটি টাকায় গাড়ি, বাড়ি, মার্কেটসহ বিভিন্ন সস্পত্তি অর্জন করেছেন।
সম্প্রতি এ মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান আবু আহাম্মদ। তবে চট্টগ্রামের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে নথি না আসায় জামিন শুনানি হয়নি।
মন্তব্য করুন