- বাংলাদেশ
- বেগম রোকেয়া দিবস আজ
বেগম রোকেয়া দিবস আজ

আজ ৯ ডিসেম্বর। মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যু দিবস। নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া ১৮৮০ সালের এই দিনে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের এই দিনে তিনি মারা যান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বাণীতে বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষায় আমৃত্যু কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় এক অন্তহীন প্রেরণার উৎস হয়ে থাকবে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ নারীকে 'রোকেয়া পদক' দেওয়া হবে।
বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বাণীতে বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষায় আমৃত্যু কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় এক অন্তহীন প্রেরণার উৎস হয়ে থাকবে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ নারীকে 'রোকেয়া পদক' দেওয়া হবে।
মন্তব্য করুন