- বাংলাদেশ
- প্রকোপ কমে ১৮ জেলায় ডেঙ্গু রোগী
প্রকোপ কমে ১৮ জেলায় ডেঙ্গু রোগী

ফাইল ছবি
চলতি বছরের মধ্য অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়লেও নভেম্বরের শেষ দিকে কমতে থাকে। এবার শীতের আগমনে এ সংখ্যা কমে ৯ ডিসেম্বর ১৮ জেলাতে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত কমার পাশাপাশি শীত বাড়ছে, এ কারণে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। তবে বৃষ্টি হলে আবারও বাড়বে ডেঙ্গুর প্রকোপ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবর ছিল ভয়ংকর। এ মাসে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। ২১ হাজার ৯৩২ জন এ মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে মৃত্যু বেশি হয় নভেম্বরে। এ মাসে ১১৩ জনের মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে কোনো বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ায়নি। ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মৃত্যু হয় ১৬৪ জনের। বিভাগভিত্তিক হিসাবে এ বছরও সবচেয়ে বেশি ১৬২ জনের মৃত্যু হয়েছে ঢাকায়।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬১ জন ঢাকার বাসিন্দা। বাকি ৫৭ জন দেশের অন্য অঞ্চলের। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২১৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৯২ জন এবং অন্য বিভাগের হাসপাতালগুলোতে ৫২৫ জন রোগী ভর্তি রয়েছেন।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ হাজার ৮১৩ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭ হাজার ৮৫৬ জন। দেশের অন্যান্য অঞ্চলের ২১ হাজার ৯৫৭ জন ডেঙ্গুর চিকিৎসা নেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩৩৩ জন। চলতি বছরে এ রোগে মারা গেছেন ২৬৩ জন।
রোগী কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, বৃষ্টিপাত কমার পাশাপাশি শীত বাড়ছে, এ কারণে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। একই সঙ্গে শীতে এডিস মশার প্রজননক্ষমতা কিছুটা কমে আসে। তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা এ ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে।
মন্তব্য করুন