- বাংলাদেশ
- প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

প্রতীকী ছবি
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। এদিন বেলা ১১টায় উপজেলা সদরে এ পরীক্ষা হবে। আগামী ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরেও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেই সরকারের। তাই, চলতি বছরে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে মেধা বৃত্তির বিকল্প হিসেবে আলাদা পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন