- বাংলাদেশ
- শেভরনের অর্থায়নে ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন
শেভরনের অর্থায়নে ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন

‘দক্ষ জনশক্তিই পারে উন্নত সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে’ এ প্রত্যয়ে সিলেট সিটি কর্পোরেশন নগরে চালু করেছে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
সম্প্রতি নগরের কারিগরি প্রশিক্ষণটি উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
উত্তরণ প্রকল্পের অর্থায়নে রয়েছে শেভরন এবং বাস্তবায়নে সুইসকন্ট্যাক্ট। সিলেট সিটি কর্পোরেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে ভোলানন্দ উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণের কাজ শুরু করে উত্তরণ প্রকল্প। যা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত হবে।
প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন,উত্তরণ প্রকল্পের সময়কাল শেষ হওয়ার পরেও প্রকল্পের কর্ম এলাকার অদক্ষ যুবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে মানসম্মত প্রশিক্ষণ কেন্দ্র বিনির্মানের পরিকল্পনা অত্যন্ত টেকসই পরিকল্পনা। সিলেট সিটি কর্পোরেশন উত্তরণ প্রকল্পের প্রতি সাধুবাদ জানায় এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য। ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণ কেন্দ্রকে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গণ্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, শেভরন বাংলাদেশের গ্যাস প্ল্যান্ট সুপারইন্টেনডেন্ট সলিল বরণ দাস, ওপিজি কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র সোশাল ইনভেস্টমেন্ট অ্যাডভাইসর ডি বার্বন,কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড সোশাল ইনভেস্টমেন্টের ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান,সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন