অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য ‘বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং’ পুরস্কার পেয়েছেন ১২ সাংবাদিক। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পক্ষ থেকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা এবং একটি করে ক্রেস্ট।

অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ কমিউনিকেশন অফিসার মাহফুজ সাদিক, ইআরএফ সভাপতি শারমিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক প্রতিবেদন আরও বেশি করে জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এবার ‘সামষ্টিক অর্থনীতিতে’ পুরস্কার পেয়েছেন তিনজন। পত্রিকা ক্যাটাগরিত ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, অনলাইনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ আলম খান এবং টেলিভিশনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আলম শাওন পুরস্কার পান।

‘পুঁজিবাজার’ ক্যাটাগরিতে দুজনের মধ্যে প্রিন্টে ও অনলাইনে দৈনিক প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন এবং টেলিভিশনে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন পুরস্কার পান।

ব্যাংক ও বিমা ক্যাটাগরিতে প্রিন্ট ও অনলাইনে দৈনিক বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মৌসুমি ইসলাম ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব তনু মিলে একটি পুরস্কার পান; টেলিভিশনে পেয়েছেন নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামান।

অনুসন্ধানী ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে পুরস্কার পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। 

এছাড়া বেসরকারি খাত ক্যাটাগরিতেও প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে দুজনকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়। কৃষি অর্থনীতি ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব তনু এ পুরস্কার পান। রাজস্ব খাত ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ কাজল পুরস্কার পান।