১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শুরুতেই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ফরাসি আলোকচিত্রী অ্যান ডি হেনিং। সে সময় তিনি ক্যামেরায় ধারণ করেন মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ মুহূর্ত। তাঁর লক্ষ্য ছিল- বিশ্ববাসীর সামনে বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি তুলে ধরা। মুক্তিযুদ্ধের সেসব দুর্লভ ছবি প্রথমবারের মতো দেখার সুযোগ পেয়েছেন দেশের মানুষ।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের অস্থায়ী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কেন্দ্র করে দুর্লভ কিছু ছবি নিয়ে 'উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং: ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং' শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। সামদানী আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) যৌথভাবে এ আয়োজন করেছে। প্রদর্শনীটি চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত থাকবে।

মুক্তিযুদ্ধকালে অ্যান ডি হেনিং দেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। যুদ্ধের পর বঙ্গবন্ধুকে দেখতে ১৯৭২ সালে আবারও তিনি বাংলাদেশে আসেন। মূলত সাদাকালো ছবি তুললেও স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রথম সেই সম্মেলনে এসে লাল-নীল আলোর ছটায় শখ করেই কিছু রঙিন ছবি তিনি তুলেছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর ৩৫টি ছবি। এর মধ্যে ১৬টি মুক্তিযুদ্ধকালের এবং ১১টি স্বাধীনতা-উত্তরকালে বঙ্গবন্ধুর রঙিন ছবি। এ ছাড়া প্রদর্শনীতে ভিয়েতনাম যুদ্ধের আটটি ছবি ও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কয়েকটি ছবি রয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সিআরআই ট্রাস্টি এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা নাদিয়া সামদানী।

প্রদর্শনী উপলক্ষে আগামীকাল শনিবার অ্যান ডি হেনিং বাংলাদেশে আসবেন। গত মাসে প্যারিসের গিমে মিউজিয়ামে এ প্রদর্শনী হয়েছিল।