- বাংলাদেশ
- লাল সবুজের বিজয়ের রঙ ঢাবিতে
লাল সবুজের বিজয়ের রঙ ঢাবিতে

যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালির শেকল ভাঙার অর্ধশতক পাড়ি দিয়ে মহান বিজয়ের ৫১ বছর পূর্তির উপলক্ষে লাল সবুজের বিজয় রঙে বর্ণিল সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সরেজমিন ঘুরে দেখা যায়, বিশেষ এই দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক, উপাচার্যের বাসভবন, স্মৃতি চিরন্তর, কার্জন হল, কলাভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), বিভিন্ন আবাসিক হল, প্রশাসনিক ভবন লাল সবুজের রঙের আলোয় সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলোতে মহান ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শিত হয়।
শুক্রবার দিবাগত রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে আলোক উদ্ভাসিত ফানুস উড়িয়ে বিজয় উদযাপনে মাতেন শিক্ষার্থীরা। আতশবাজি ও দেশাত্মবোধক গানে তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয় টিএসসি এলাকা। টিএসসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলে বিজয় উৎসব ‘রক্তে রাঙা বিজয় আমার’। রাত ১২টা ১ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে আতশবাজি ফোটায় স্লোগান ‘৭১ সংগঠন।
শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় স্বতন্ত্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল নয়টা থেকে টিএসসিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’। বাঁধনের সভাপতি মিনহাজ মাহমুদ হিমেল জানান, দিনব্যাপী তারা বিনামূল্যে ১৪২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল এবং আবাসিক এলাকার মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমকালকে বলেন, একটি দেশের স্বাধীনতা থেকে সকল যৌক্তিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনস্বীকার্য অবদান রেখেছে। পৃথিবীর কোথাও এর দ্বিতীয় দৃষ্টান্ত নেই। তাই মহান বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের আলোকে যে বাংলাদেশ বিনির্মিত হচ্ছে, তার গতিধারাকে যেসব অপশক্তি রুদ্ধ করতে চায়, তাদের রুখে দিয়ে দেশের উন্নয়নকে বেগবান করা আমাদের এবারের প্রত্যয়।
মন্তব্য করুন