- বাংলাদেশ
- চোরাই মোবাইল ফোন কেনাবেচা, গ্রেপ্তার ২০
চোরাই মোবাইল ফোন কেনাবেচা, গ্রেপ্তার ২০

ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন কেনাবেচায় জড়িত চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। সোমবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ, রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী ও যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোনের ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে ৬৬৪টি মোবাইল ফোন, ৩০৬টি মোবাইল ফোনের ব্যাটারি ও ১০ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো আবদুল রাজ্জাক, হাদীদ ইকবাল, মো. মাসুদ, রাশেদ ঢালী, মো. ইব্রাহীম, আরিফুর হোসেন, জাকির তালুকদার, মো. জুয়েল, মো. রাসেল, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, ফেরদৌস রায়হান সাগর, সুলতান খান, মো. সাব্বির, মো. আসলাম, উজ্জ্বল, বাচ্চু ঢালি, মো. সুজন, সফিকুল ইসলাম ও মো. জহির।
মন্তব্য করুন