- বাংলাদেশ
- জাবির সাংবাদিকতা বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
জাবির সাংবাদিকতা বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০টায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।এরপর একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে কেক কাটার পর বিভাগের সেমিনার কক্ষে শুরু হয় 'একবিংশ শতকের সংবাদমাধ্যম ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা। এতে উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক।
মূল আলোচক কালের কন্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, একুশ শতকের সাংবাদিকতা অনেকটা জানা মানুষকে জানানোর মতো বিষয়। মানুষ এখন আগে থেকেই অনেক কিছু জেনে যায়। আর্থিক, সাংস্কৃতিক ও ডিজিটাল মাধ্যমের উন্নয়ন সাংবাদিকতায় নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। এরপরও আমাদের পাঠকের সামনে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে হয়। পাঠককে সঠিক ও সুন্দরভাবে তথ্য দেওয়াই আমাদের কাজ।
উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল বলেন, দেশের অগ্রগতির জন্য সাংবাদিকদের কাজ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। জাবির সাংবাদিকতা বিভাগ সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও উজ্জ্বল হয়ে উঠুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ। বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক সালমা আহমেদ।
মন্তব্য করুন