- বাংলাদেশ
- নড়িয়ায় কুপিয়ে একজনকে হত্যা
নড়িয়ায় কুপিয়ে একজনকে হত্যা

প্রতীকী ছবি
শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানেশ সরদার (৩৮) নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। দানেশ ওই গ্রামের সোনা মিয়া সরদারের ছেলে।
দানেশের চাচা আনোয়ার বেপারী জানান, দীর্ঘদিন রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান আলিউজ্জামান মালত ও জাকির গাজীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। জাকির গাজী পক্ষের অনুসারী ছিলেন দানেশ। সোমবার তিনি স্থানীয় আন্ধারমানিক বাজার থেকে বাড়ি ফেরার পথে মোস্তফা আকনের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা আলিউজ্জামান মালতের নেতৃত্বে জয়নাল মোড়লসহ ৩০-৪০ জন দেশীয় অস্ত্র ছেনদা, রামদা, মাছ মারার কোচ, টেঁটা দিয়ে দানেশকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির গাজী জানান, দানেশ কিছুদিন আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি তাঁর (জাকির গাজী) দলের লোক। এ জন্য আলিউজ্জামান মালত নড়িয়া উপজেলার তিন-চার ইউনিয়নের লোক নিয়ে দানেশ সরদারকে কুপিয়ে মেরে ফেলেছে। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলিউজ্জামান মালত বলেন, রাজনৈতিক বিরোধে দানেশ খুন হননি। তিনি (আলিউজ্জামান) এ ঘটনার সময় সেখানে ছিলেন না এবং এতে কোনোভাবেই জড়িত নন। দানেশের সঙ্গে জয়নাল মোড়লের জমিজমা নিয়ে পূর্ববিরোধ ছিল। সে কারণে জয়নাল এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ অস্বীকার করে জয়নাল মোড়ল বলেন, এ ঘটনায় তিনি জড়িত নন। তিনি ঘটনাস্থলে তিনি ছিলেন না।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন দুই গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাত-আট মাস আগেও তাদের মধ্যে মারামারি হয়। পূর্বশত্রুতার জেরে দানেশ সরদারকে মারা হয়েছে। এ বিষয়ে থানায় এখনও কেউ মামলা করেনি। মামলা হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন