ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জাবিতে ‘নিপীড়নবিরোধী মঞ্চের’ অবরোধ

জাবিতে ‘নিপীড়নবিরোধী মঞ্চের’ অবরোধ

‘নিপীড়নবিরোধী মঞ্চের’ অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দাবিতে দ্বিতীয় দিনের মতো নতুন প্রশাসনিক ভবনে ‘প্রতীকী অবরোধ’ করেছেন ‘নিপীড়নবিরোধী মঞ্চের’ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। মঙ্গলবার সকাল নয়টা থেকে এ অবরোধ শুরু হয়। পরে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। 

অবরোধের সময় ভবনে কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি। আগের দিন সোমবারও সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেখানে প্রতীকী অবরোধ হয়েছিল।

‘নিপীড়নবিরোধী মঞ্চের’ দাবিগুলো হলো- মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত, র‍্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিচার, ‘নিপীড়ক শিক্ষক’ মাহমুদুর রহমানসহ ক্যাম্পাসে বিভিন্ন সময় অপরাধে অভিযুক্তদের বিচার, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত ও প্রশাসনিক পদ থেকে তাদের অব্যাহতি, মাদক সিন্ডিকেটদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সমাবেশে উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম প্রমুখ।
 

আরও পড়ুন

×