ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘কারা বিদেশে টাকা পাচার করলেন, নাম প্রকাশ করুক’

অর্থমন্ত্রীকে গোলাম কিবরিয়ার প্রশ্ন

‘কারা বিদেশে টাকা পাচার করলেন, নাম প্রকাশ করুক’

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৫৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫৯

জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলার সংকট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, বিদেশে অনেক টাকা পাচার হয়ে গেছে। যদি অর্থমন্ত্রী এটা জানেনই তাহলে নাম প্রকাশ করুক, কারা বিদেশে টাকা পাচার করলেন।

আজ মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম কিবরিয়া টিপু বলেন, দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠলে কর্মকর্তাকে অন্য দপ্তরে বদলি করা হয়। এটা হয় প্রাইজ পোস্টিংয়ের মত। বড় দুর্নীতির বিষয়পত্র পত্রিকায় এলে বিভাগীয় তদন্ত হয়। কিন্তু সেটা আলোর মুখ দেখে না। এখন দেশে মূল সমস্যা দুর্নীতি ও বিচারহীনতা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

×