আর্থসামাজিক পরিস্থিতি বুঝে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:০৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৩৪
নব্বইয়ের দশক থেকেই দেশে উচ্চশিক্ষায় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা ভেদের আর্থসামাজিক পরিস্থিতিকে মাথায় রেখেই শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানগুলো। রোববার রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার আইইউবিএটি এর নিজস্ব ক্যাম্পাসে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্জন, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের উচ্চ শিক্ষাব্যবস্থা এবং আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান, নানা পর্যায়ের প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে এই আলোচনা করা হয়।
আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এর সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড.আবদুল আউয়াল খান, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েসেন্সের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল আলম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইমরান রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েসেন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, নর্থ ইস্টইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ।