ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চাঁদাবাজদের মদদ না দেওয়ার আহ্বান বিরোধীদলীয় উপনেতার

চাঁদাবাজদের মদদ না দেওয়ার আহ্বান বিরোধীদলীয় উপনেতার

আনিসুল ইসলাম মাহমুদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩৫

সংসদ সদস্যদের উদ্দেশে জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ৩৫০ জন এমপি যদি নিজেরা প্রতিজ্ঞা করেন চাঁদাবাজদের মদদ দেবেন না, প্রতিহত করবেন। তাহলে চাঁদাবাজি হয়তো নির্মূল করা যাবে না কিন্তু কমানো যাবে। 

একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরে আনিসুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। পণ পরিবহনে চাঁদা দিতে হয়। এটি যোগ হয় দামের সঙ্গে। বাড়ি করতে গেলে চাঁদা দিতে হয়। না হলে তাদের রড, ইট, সিমেন্ট বালু সাপ্লাইয়ের কাজ দিতে হয়। গরীব হকারদের রিকশাস্ট্যান্ডে চাঁদা দিতে হয়। চাঁদাবাজি ভয়ংকর ব্যাধিতে পরিণত হয়েছে।’

জাতীয় পার্টির সংসদ সদস্য আরও বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামনে দুর্দিন আসবে। সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের মদদ না দেওয়া এবং চাঁদাবাজদের প্রতিহত করার প্রতিজ্ঞা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য মুজিবুল হক একটি পত্রিকার সংবাদ তুলে ধরে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরম বিক্রির টাকা উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষকরা নানা হিসেবে ভাগ-বাটোয়ারা করে নেন। চবি ছাত্রলীগ অতীতের মতোই এই টাকা ভাগ-বাটোয়ারার অংশ হতে চায়। 

শিক্ষামন্ত্রীর উদ্দেশে মুজিবুল হক বলেন, বিষয়টি সঠিক হয়ে থাকলে জনগণকে জানান কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

আরও পড়ুন

×