বিজ্ঞান ও যুক্তিতর্কে জয়ের প্রত্যয়
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

খুলনায় শনিবার বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথি ও বিচারকদের সঙ্গে বিজয়ীরা সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:৩৩
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে আরও সাত জেলায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪-এর প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সব জেলায়ই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে’ বিষয়ের ওপর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের ক্ষুরধার যুক্তিতর্ক তুলে ধরে। যেসব জেলায় প্রতিযোগিতা হয়েছে সেগুলো হলো– খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও নারায়ণগঞ্জ।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে প্রতিযোগিতার এই দশম আসর পাওয়ার্ড বাই শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। জেলাগুলোর আটটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও নারায়ণগঞ্জ ও মাগুরায় ছয়টি করে দল অংশগ্রহণ করে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর।
খুলনা: খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এতে চ্যাম্পিয়ন হয় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার্সআপ হয় খুলনা পাবলিক কলেজ। পাবলিক কলেজের দলনেতা আবদুল্লাহ আল জাবির সেরা বক্তা নির্বাচিত হন। বিচারক ছিলেন অধ্যাপক এম এম কবির আহমেদ, সারওয়ারে আখতার, স্বর্ণকমল রায় ও অধ্যাপক মোর্শেদুল ইসলাম। মডারেটর ছিলেন বিতার্কিক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় স্বাগতিক প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন ও জীবননগর শাপলাকলি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বিতার্কিক হন চ্যাম্পিয়ন দলের কারার তাফসীন। প্রতিযোগিতা উদ্বোধন করেন সুহৃদ সমাবেশ চুয়াডাঙ্গা শাখার উপদেষ্টা শাহজাহান আলী। উদ্বোধনীতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। মডারেটর ছিলেন সদর উপজেলা একাডেমি সুপারভাইজার সোহেল আহমেদ।
সাতক্ষীরা : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হন চ্যাম্পিয়ন দলের ফাহিম বিল্লাহ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা ড. দিলারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, অধ্যাপক অলিউর রহমান ও অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাস।
মেহেরপুর : মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাহিনুজ্জামান। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক এনামুল আযীম, ড. মো. আলীবদ্দীন ও অধ্যাপক মো. সাজ্জাদুজ্জামান। সুহৃদ সমাবেশ সদস্য বিতার্কিক ও আবৃত্তিশিল্পী সামিহা রেজার সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, রিপন হোসেন, মেহেরপুর সুহৃদ সমাবেশ সভাপতি এনামুল আযীম প্রমুখ।
মাগুরা: জেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রানার্সআপ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন চ্যাম্পিয়ন দলের শেখ হাবিবুল দেশ।
মাগুরা সুহৃদ সামাবেশ সভাপতি সৈয়দ বারিক আনজাম বার্কির সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে সদনপত্র ও ক্রেস্ট তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু।
ঝিনাইদহ: শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হন চ্যাম্পিয়ন দলের রৌদসী খন্দকার। প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার মৌলিক। মডারেটর ছিলেন সুহৃদ সমাবেশ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম। বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সরকারি নুরুন নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুষেন্দু কুমার ভৌমিক।