ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবি অধ্যাপক নাদিরের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে ২ কমিটি

ঢাবি অধ্যাপক নাদিরের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে ২ কমিটি

অধ্যাপক ড. নাদির জুনাইদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ২২:১০ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ২৩:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাইয়ে ২টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ কমিটিগুলো গঠন করা হয়েছে। উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সদস্যরা জানান, যৌন হয়রানির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ। এই কমিটকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে পরীক্ষায় কম নম্বর দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

×