কেরানীগঞ্জের যানজটে দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা
পোস্তগোলা সেতু সংস্কার

রাজেন্দ্রপুর থেকে যাত্রীদের হেঁটে রাজধানীতে প্রবেশ করতে হয়। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ০১:১৪
কেরানীগঞ্জে প্রায় প্রতিদিন যানজট লেগে থাকে। বিশেষ করে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বাবুবাজার সেতু থেকে ঢাকা-মাওয়া সড়কের রাজেন্দ্রপুর পর্যন্ত বেশি যানজট হয়। এতে রাজধানী ঢাকাগামী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। ঘণ্টার পর ঘণ্টা তারা যানজটে আটকে থাকেন। বুড়িগঙ্গার প্রথম চীন মৈত্রী (পোস্তগোলা সেতু) সংস্কার করায় এ যানজট হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু (বাবুবাজার) রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে পুরো দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু অংশের ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ সময় ঢাকা-মাওয়া সড়কের রাজেন্দ্রপুর থেকে যাত্রীদের হেঁটে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে।
বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন প্রবেশ করায় যানজট আরও তীব্র হয়েছে। বাবুবাজার সেতুতে যানজটের তীব্রতার কারণে মোহাম্মদপুরের বছিলা সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। শ্যামলী পরিবহনের যাত্রী আসাদ হোসেন বলেন, বরিশাল থেকে ঢাকায় আসতে সাড়ে তিন ঘণ্টা লাগে। যানজটের কারণে কেরানীগঞ্জ থেকে রাজধানীতে প্রবেশ করতেই প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। প্রতিদিন বাবুবাজার ব্রিজে যানজট লেগেই থাকে।
সোহাগ পরিবহনের যাত্রী আলী হোসেন বলেন, এ অসহনীয় যানজটের মধ্যে নারী-পুরুষ হেঁটে রাজধানীতে প্রবেশ করছেন। ওই পরিবহনের আরেক যাত্রী ডা. শাহনাজ পারভীন বলেন, সকাল ৮টায় মাগুরা থেকে তিনি বাসে ওঠেন। বেলা ১১টায় কেরানীগঞ্জ পৌঁছেন। এর পর যানজটে বিকেল ৪টায় বংশাল পৌঁছেন।
সরেজমিন বুড়িগঙ্গা বাবুবাজার দ্বিতীয় সেতুতে দেখা যায়, লাবিবা পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, আপন পরিবহন, ওয়েলকাম পরিবহন, ফাল্গুনী পরিবহন, সোহাগ পরিবহন, গোল্ডেন নাইন পরিবহনসহ শত শত পণ্যবাহী গাড়ি আটকা পড়ে আছে। এগুলো রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, আরামবাগ, ফকিরাপুল বাস কাউন্টারে প্রবেশের কথা রয়েছে।
ঢাকা জেলার দক্ষিণ ট্রাফিক জোনের (টিআই) পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বুড়িগঙ্গার (পোস্তগোলা) প্রথম সেতুর সংস্কারের কাজ চলার কারণে বাবুবাজার সেতুতে যানজট সৃষ্টি হয়। যানজট কমার জন্য ছোট গাড়ি বছিলা সেতু দিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) পীযূষ কুমার দে বলেন, সকাল থেকে বাবুবাজার ব্রিজ এলাকায় দায়িত্বে আছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। পোস্তগোলা সেতুর সংস্কারকাজ চলায় বন্ধ রয়েছে। এতে বাবুবাজার ব্রিজ দিয়ে দুই মুখের গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে অনেক সময় যানজট লেগে যাচ্ছে। তিনি বলেন, ঢাকার পাশে তেমন যানজট লাগেনি। কেরানীগঞ্জের পাশে যানজট লেগে থাকায় চাপ শহরের মধ্যে এসে পড়ছে।
- বিষয় :
- যানজট