- বাংলাদেশ
- থার্টি ফার্স্ট নাইটে তীব্র শব্দ, জরুরি সেবা নম্বরে ৩৬৫ অভিযোগ
থার্টি ফার্স্ট নাইটে তীব্র শব্দ, জরুরি সেবা নম্বরে ৩৬৫ অভিযোগ

ছবি- সংগৃহীত।
থার্টি ফার্স্ট নাইটে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫টি অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এরমধ্যে ১৬০টি অভিযোগ রাজধানী ঢাকা এলাকার।
আজ রোববার জাতীয় জরুরি সেবা নম্বরের ফোকাল পারসন (গণমাধ্যম ও জনসংযোগ) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীতে সবগুলো অভিযোগের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে উচ্চ শব্দের নেপথ্যে থাকা কার্যক্রম বন্ধ করেছে পুলিশ।
আনোয়ার সাত্তার বলেন, এছাড়া নববর্ষ উদযাপন উপলক্ষে ৯৯৯ নম্বরে রাত ১২টা নয় মিনিটে একটি অগ্নিকাণ্ডের তথ্য জানিয়ে কল এসেছিল। ফানুস থেকে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে ওই আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।
জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানিতে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে সারাবিশ্বের মানুষ। উৎসব আর আনন্দে করেছে বরণ।
গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে বিশ্বের সঙ্গে বাংলাদেশেও নতুন বছরকে বরণ করা হয়েছে। পটকা, আতশবাজি, বাঁশি, ড্রাম, সাউন্ড বক্স বাজিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উচ্ছ্বাসে মেতে ওঠে সাধারণ মানুষ।
কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর আকাশ ছেয়ে যায় নানা রঙের ফানুসে। আর এসব ফানুসের কারণে রাজধানীতে মোট চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে আগুনের ঘটনায় শুধু এক জায়গায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে। বাকি তিন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভে যায়।
মন্তব্য করুন