চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের পদত্যাগের দাবিতে রেজিস্ট্রার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নেতাকর্মীরা। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই কর্মসূচি চলে।

অবস্থান কর্মসূচি পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাধারণ সম্পাদক মু. হামিদ হাসান নোমানী বলেন, আমরা উপাচার্য মহোদয়কে সর্বশেষ চিঠিতে বিনয়ের সঙ্গে বলেছিলাম নতুন বছর থেকে নন টিচিং পদে যেন কোনো শিক্ষক না থাকে। প্রথমত রেজিস্ট্রারের বিষয়ে জানিয়েছি। আজ থেকে নতুন রেজিস্ট্রার নিয়োগ দিতে বলেছিলাম। যেহেতু তিনি কোনো পদক্ষেপ নেন নাই আমরা অবস্থান কর্মসূচি করে যাব। যতগুলো নন টিচিং পদ আছে এরকম বসে থেকে কর্মসূচি করে ধরে ধরে বের করে দিব।

অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাভেদ বলেন, ইউজিসি ও মন্ত্রী থেকে নির্দেশনা আছে নন টিচিং পদে শিক্ষক থাকতে পারবে না। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২-১৩টি নন টিচিং পদে শিক্ষক নিয়োজিত আছেন। অভিজ্ঞ অফিসার কর্মরত থাকা অবস্থায় নন টিচিং পদে শিক্ষক থাকতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমি দায়িত্বশীলতার সাথেই কাজ করছি। অফিসারদের কর্মসূচির নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটি প্রশাসনের দেখার বিষয়।

এর আগে নন টিচিং পদে শিক্ষক না রাখতে পদক্ষেপ নিতে বলে অফিসার সমিতি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেয় সমিতি। এছাড়া এ বিষয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন অফিসার সমিতির সদস্যরা। কোনো পদক্ষেপ না নেওয়ায় ২২ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রার পরিবর্তনের জন্য গত ১৮ ডিসেম্বর সর্বশেষ চিঠি পাঠায় সমিতি।