আগের দি‌নের ম‌তো রোববার অধিকাংশ ট্রেন নির্ধা‌রিত সম‌য়ে চ‌লে‌নি। প‌শ্চিমাঞ্চ‌লের ট্রেন দুই থে‌কে ১০ ঘণ্টা পর্যন্ত বিলম্ব ক‌রে‌ছে। রেল সূত্র জা‌নি‌য়ে‌ছে, জয়‌দেবপু‌রে রেললাইন সম্প্রসারণের কার‌ণে সেখা‌নে ট্রেন ধী‌রে চলায় এবং ঢাকার বাই‌রে ঘন কুয়াশার কার‌ণে শিডিউল অনুযায়ী চল‌ছে না ট্রেন। রোববার দুপু‌র ১২টা থে‌কে খিল‌ক্ষে‌তে সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হওয়ায় প‌রি‌স্থি‌তির আরও অবন‌তি হয়। 

রে‌লও‌য়ের প‌শ্চিমাঞ্চ‌লেরর মহাব‌্যবস্থাপক অসীম কুমার তালুকদার সমকাল‌কে জানান, খুলনা, রাজশাহী ও রংপুর বিভা‌গের সব ট্রেন বিল‌ম্বে চ‌লে‌ছে। নির্মাণ কা‌জের কার‌ণে জয়‌দেবপু‌রে ট্রেন ম‌্যানুয়া‌লি চালা‌তে হ‌চ্ছে। এতে আধাঘণ্টা সময় বে‌শি লাগ‌ছে। ফলে ট্রেন ঢাকায় যে‌তে এবং ঢাকা থে‌কে আস‌তে বাড়‌তি সময় লাগ‌ছে। এছাড়াও উত্তর ও দ‌ক্ষিণব‌ঙ্গে ঘন কুয়াশার কার‌ণে ধীরগ‌তি‌তে চল‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক করার চেষ্টা চল‌ছে।

রোববার র‌াজধানীর পূর্বাচ‌লে আন্তর্জা‌তিক বা‌ণিজ‌্য মেলার উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। রেল সূত্র জা‌নি‌য়ে‌ছে, সরকার প্রধা‌নের নিরাপত্তার কার‌ণে খিল‌ক্ষে‌তে ট্রেন চলাচল বন্ধ থাকে সোয়া এক ঘণ্টা। এ সম‌য়ে ঢাকাগামী ট্রেনগু‌লো‌কে জয়‌দেবপুর, টঙ্গী ও বিমানবন্দ‌রে অপেক্ষায় রাখা হয়। ঢাকা থে‌কে বি‌ভিন্ন জেলায় যাওয়ার ট্রেন কমলাপুর, তেজগাঁও এবং বনানী‌তে অপেক্ষায় রাখা হয়। 

রেল সূত্র জা‌নি‌য়ে‌ছে, পঞ্চগড়-‌দিনাজপুর-ঢাকা রু‌টের দ্রুতযান এক্স‌প্রেস দুই ঘণ্টা বিল‌ম্বে ঢাকায় ফে‌রে এবং সোয়া আট ঘণ্টা বিলম্ব ক‌রে খুলনাগামী সুন্দরবন এক্স‌প্রেস।

সি‌ডিউল বিপর্যয়ের কার‌ণে হাজা‌রো যাত্রী বি‌ভিন্ন স্টেশ‌নে আটকা প‌ড়েন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কর‌ছেন তারা। ট্রেন ছাড়‌লেও গন্ত‌ব্যে পৌছা‌তেও বিলম্বের বিড়াম্বনায় পড়‌ছেন। 

কমলাপুর থে‌কে ট্ঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ডু‌য়েল‌গেজ ‌রেলপথ নির্মাণ কাজ চল‌ছে। টঙ্গী থে‌কে জয়দেবপুর রেলপথ‌কে ডাবললাই‌নে উন্নীত করা হ‌চ্ছে। এ কার‌ণে অটোম্যাটিক সিগনালের প‌রিব‌র্তে ম‌্যানুয়া‌লি ট্রেন প‌রিচালনা করা হ‌চ্ছে। কত‌দিন এ অবস্থা থাক‌বে, এ বিষ‌য়ে প্রকল্প প‌রিচালক নাজমুন আরা কেয়ার বক্তব‌্য জানা যায়‌নি। 

বিষয় : জয়‌দেবপু‌রে রেললাইন ট্রেন বিলম্ব ট্রেনের শিডিউল বিপর্জয়

মন্তব্য করুন