- বাংলাদেশ
- আশা দেখাচ্ছে বিষমুক্ত বেগুন
আশা দেখাচ্ছে বিষমুক্ত বেগুন

ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়নের লেবুতলা গ্রামের কৃষক হানিফ ফকির। চলতি রবি মৌসুমে পাঁচ বিঘা জমিতে বিটি বেগুন চাষ করেছেন তিনি। আগে বালাইনাশক প্রয়োগ করতেন। এতে উৎপাদন খরচ বেশি হতো। এ বছর ফেরোমন ফাঁদ দিয়ে পোকা দমন করছেন। বালাইনাশক ব্যবহার করছেন পরিমিত মাত্রায়। এতে ভালো ফলন পাচ্ছেন বলে দাবি তাঁর।
হানিফ ফকির বলেন, বালাইনাশকের ক্রিয়া শেষ হওয়ার পর ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করেছেন। প্রথম দিকে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করেছেন। এখন গড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে সার, বীজ, ফেরোমন ফাঁদ ও নেট পেয়েছেন। এ জন্য চাষাবাদে খরচ কম হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, টুঙ্গিপাড়ায় চলতি মৌসুমে উপজেলার পাঁচ ইউনিয়নে ৫০ হেক্টর জমিতে কৃষকরা বেগুনের আবাদ করেছেন। গত মৌসুমের চেয়ে এবার ২০ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। ভাঙর, বিটি ও বারি বেগুন-৫ জাতের আবাদ করেছেন ৭৫ কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মানবদেহের জন্য নিরাপদ ও বিষমুক্ত বেগুনের চাষ সম্প্রসারণে রবি মৌসুমের শুরুতে উদ্যোগ নেওয়া হয়। ৭৫ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা বিনামূল্যে সার ও বীজ পেয়ে বেগুন চাষাবাদ করেন। এরপর ফেরোমন ফাঁদ স্থাপন করে দেওয়া হয়েছে।
সংশ্নিষ্টরা বলছেন, এ পদ্ধতিতে ৩০-৩৫ দিনে গাছ ফল ধরার উপযোগী হয়। এ ছাড়া ৬০-৬৫ দিনে বেগুন পূর্ণরূপ পেলে বাজারে বিক্রির উপযোগী হয়। চলতি মৌসুমে হেক্টরপ্রতি ৩৫ টন বেগুন হয়েছে। সে হিসাবে কৃষকরা ১ হাজার ৭৫০ টন ফলন পাবেন। বাজারে কেজিপ্রতি নিরাপদ বেগুন খুচরা ৩০ থেকে ৩৫ ও পাইকারি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত মৌসুমের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি পাচ্ছেন কৃষক।
উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ বসুরিয়া মনির মোল্লা ও ফায়জুল মোল্লা জানান, বেগুনে ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয়। এ জন্য প্রয়োজন হয় মাত্রাতিরিক্ত কীটনাশকের। এভাবে উৎপাদিত বেগুন মানবদেহের জন্য ক্ষতিকর। তাঁরা দু'জন আধুনিক কৌশলে দুই বিঘা জমিতে ভাঙর জাতের বেগুন চাষ করেছেন। আরেক কৃষক রবিউল মিয়া বলেন, তিনি এক একর জমিতে বেগুনের আবাদ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, নিরাপদ বেগুন চাষে যে কোনো সবজির তুলনায় ফলন বেশি পাওয়া যায়। এটি বাজারজাত করার উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষক ভালো দাম পেয়ে আয় বাড়াতে পারবেন।
মন্তব্য করুন