- বাংলাদেশ
- বার্নিকাটের গাড়িবহরে হামলার অধিকতর তদন্তের নির্দেশ
বার্নিকাটের গাড়িবহরে হামলার অধিকতর তদন্তের নির্দেশ

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষে আগামী ৩০ জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে ডিবি পুলিশকে বলেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার সংশ্লিষ্ট আদালত থেকে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৪ ডিসেম্বর মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এদের মধ্যে সাক্ষী বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেছেন।
গত ২৭ ডিসেম্বর মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সিএমএম আদালতে পাঠানো হয়।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসায় নৈশভোজের দাওয়াতে গিয়ে হামলার শিকার হন মার্শা বার্নিকাট। ঘটনার দুদিন পর ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন বদিউল আলম মজুমদার। ২০২১ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়।
মন্তব্য করুন